সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিশ্বাসপাড়া দারুস সালাম জামে মসজিদের সভাপতি ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো: আহাদ আলী বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৯ মে (বৃহস্পতিবার) জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ শেষে নিজ গ্রাম বিশ্বাসপাড়ার পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য সে ২৮ মে (বুধবার) দুপুর ১টা ১০ মিনিটে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা 'হার্ট ব্লক' চিহ্নিত করেন।
মোঃ আহাদ আলী বিশ্বাস ১৯৮৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছর দেশের গুরুত্বপূর্ণ বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি নিজ এলাকায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং টানা ৯ বছর বিশ্বাসপাড়া দারুস সালাম জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.