টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ'সে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। ভ'য়া'বহ এ দু'র্যো'গের শিকার হয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৪৭ জনের মৃ/ত্যু হয়েছে। এছাড়া, নি'খোঁ'জ রয়েছেন আরও ১১ জন।
রবিবার সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, প্রবল বৃষ্টির কারণে বি'পৎ'সী'মা অতিক্রম করেছে নেপালের আটটি প্রধান নদীর পানি। এর ফলে আ'ক'স্মি'ক বন্যার সৃষ্টি হয়েছে দেশটিতে। ভূ'মিধ'সে'র ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়। এতে আরও অনেক প্রা'ণ'হা'নির আ'শ'ঙ্কা করা হচ্ছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.