শ্যামনগরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গত ২২ এপ্রিল সকাল ৯টার সময উপজেলা বাস্তহারা লীগের সভাপতি নকিপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে রহমত আলীর ঘরের সামনে ও মৃত জোনাব গাজীর ছেলে বিল্লাল গাজীর পরিত্যক্ত ডোবা থেকে প্লাস্টিকের বস্তায় মুখ বাধা দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
আরো বিস্তারিত পড়তে এই লেখার উপর ক্লিক করুন...
অস্ত্র উদ্ধারকারী এসআই আব্দুল মতিন বিশ্বাস জানান,বস্তার মুখ খুলে ৪ পিচ রামদাও ৩৪পিচ কাঠের বাট সহ মরিচা ধরা হাসুয়া উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা ঘটনা সত্যতা স্বীকার করে বলেন পরিত্যক্ত অবস্থায় রামদা ও হাসুয়া উদ্ধার হয়েছে। এ বিষয তথ্য অনুসন্ধান চলছে পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২০ এপ্রিল ৩৪ পিস দেশীও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোন মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শ্যামনগর থানার ওসি বলেন এখনো মামলা হয়নি তবে অনুসন্ধান চলছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.