বিদেশ : সরকারের ব্যয়ভার কমাতে আগামী কয়েক মাসের মধ্যে ৭০ হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই। শুধু তা-ই নয়, প্রাদেশিক সরকারগুলোর জন্য বিভিন্ন বরাদ্দ এবং দুই লাখের বেশি সামাজিক উন্নয়ন কর্মসূচিও বাতিল করেছেন তিনি। দেশটির নতুন প্রেসিডেন্টের মতে, এসব বরাদ্দ দুর্নীতিতে পরিপূর্ণ। যেকোনো মূল্যে এ বছরের মধ্যে আর্জেন্টিনার অর্থনৈতিক বাজেটে ভারসাম্য আনতে চান মিলেই। গত মঙ্গলবার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি অনুষ্ঠানে প্রায় ঘণ্টাব্যাপী ভাষণে নানা পরিকল্পনার কথা জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ২৭৬ শতাংশ বার্ষিক মুদ্রাস্ফীতি এবং এর কারণে মজুরি ও পেনশনের ক্ষতির কথা উল্লেখ করে মিলেই বলেন, অনেক গড়মিল রয়েছে। আরও অনেক কাটছাঁট আসছে। আর্জেন্টিনায় সরকারি কর্মীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। ৭০ হাজার কর্মী তার একটি ছোট অংশই বলা চলে। এরপরও, এসব কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে যথেষ্ট চাপ সামলাতে হবে আর্জেন্টাইন প্রেসিডেন্টকে। এমনকি এর জন্য তার জনসমর্থনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত মঙ্গলবার থেকেই সরকারি কর্মীদের একটি ইউনিয়ন ধর্মঘট শুরু করেছে। তবু দেশের অর্থনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় নিজের সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, কঠোর ব্যবস্থা সত্তে¡ও সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। মিলেই বলেছেন, মানুষের আশা রয়েছে। সুড়ঙ্গের শেষে তারা আলো দেখতে পাচ্ছেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.