আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ধ্বস লেগেছে। ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
বুধবার রাত থেকে বেড়িবাঁধের প্রায় ৩০০ ফুট এলাকা জুড়ে ধ্বংস শুরু হয়। বাঁধ সংলগ্ন চরের ধ্বংস রোধে জরুরী ভিত্তিতে জিও বস্তা ডাম্পিংসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্তে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
তলিয়ে যেতে পারে মাঠের পর মাঠ ভরা ধানের ফসল, খেত খামার, মৎস্য চাষ প্রকল্প, পুকুর পুষ্করিনি, স্কুল মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার সসীমাহীন জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধ সময়ের দাবি।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী ও ইউপি সদস্য সোহরাব হোসেন ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন। চেয়ারম্যান বলেন, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙ্গনের বিষয়টি অবহিত করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.