আশাশুনিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিশিষ্ট জুয়াড়ি খোকন সেনাবাহিনীর হাতে গাঁজাসহ গ্রেফতার হয়েছে। (১৫ জুন) রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করেছে আশাশুনির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরী'র নেতৃত্বে টহলরত সেনাবাহিনী।
এ ব্যাপারে ক্যাম্প কমান্ডার সাংবাদিকদের জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের কেনা শেখ এর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজরুল ইসলাম ওরফে খোকন (৬৫) এর বাড়িতে তল্লাশি করে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজ, একটি বাটন মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এলাকায় জুয়াড়ি ও মাদক ব্যবসায় লিপ্ত থাকা খোকনকে গ্রেফতার করায় স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশিষ্ট জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী খোকন থানা পুলিশের হেফাজতে ছিল বলে জানা গেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.