প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৪, ৩:০৩ পি.এম
আশাশুনিতে ছাগলসহ ৪ চোর আটক
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মৎস্য ঘের থেকে ছাগল, সোলার সিস্টেম ও ঘোরের মাছ মেরে চুরি করে নেওয়ার পর ছাগলসহ ৪ জন আটক হয়েছে। আটককৃতদের শোভনালী ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তরের পর থানা সচল না থাকায় মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়েছে।
সরাফপুর গ্রামের সঞ্জয় কুমার দাশ সরাফপুর পূর্ববিল ও সরাফপুর বাঁকড়া বিলে পৃথক পৃথক মৎস্য ঘেরে দীর্ঘদিন মাছ চাষ করে আসছেন। ঘেরে বিশেষ ব্যবস্থাধীনে ছাগল পালন করা হয়। সংঘবদ্ধ চোরেরা ঘেরের বাসা থেকে সোলারের প্যানেল ও ব্যাটারী, ১৫টি ছাগল এবং ঘেরের প্রচুর পরিমার বাগদা চিংড়ী লুট করে নিয়ে যায়। যার মূল্য অনুমান দুই আড়াই লক্ষ টাকা।
চোরদের মধ্যে ৪ জন চুরিকৃত ছাগলগুলো বাজারে তুলে বিক্রয়ের উদ্দেশ্যে নেয়ার পথে কুলিয়া ব্রীজের উপর পৌছলে ন্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে।
আটককৃত চোরেরা হলো সরাপপুর গ্রামের মৃত আঃ মাজেদের ছেলে আরব আলী, মোসলেম সরদারের ছেলে আরাফাত, ব্যাংদহা গুচ্ছ গ্রামের কামরুল সরদারের ছেলে মোস্তাকিম ও বাঁকড়া বেলেডাঙ্গা গ্রামের মোসলেম সরদারের ছেলে সাকিল হোসেন। পরে চোরসহ উদ্ধারকৃত ছাগল শোভনালী ইউনিয়ন পরিষদে পাঠান হয়।
ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক থানা বন্ধ থাকায় জিজ্ঞাবাদ শেষে মুচলেকা নিয়ে চোরদেরকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। চোরেরা তাদের গ্যাঙের আরও ১১ জনের নাম স্বীকার করেছে বলে জানাগেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.