আশাশুনিতে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রশিক্ষণ প্রদান করেন, মাস্টার ট্রেইনার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, থানার এসআই এস এম ফিরোজ।
অংশ গ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও মানুষকে তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে বিরত রাখতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.