আশাশুনিতে ধর্ষণ মামলার আসামী আরিফুল ইসলামকে গ্রেফতিরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি জনতা ব্যাংক মোড়ে উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে ভিকটিম নৈকাটি গ্রামের মজিদা খাতুন, কেয়ারগাতি গ্রামের মোছাঃ বেগম বক্তব্য রাখেন এবং পাইথালী গ্রামের কাকলী, বেউলা সাক্লোন শেল্টার এলাকার আছমাসহ বহু নারী উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, ধর্ষণ মামলার আমামী আরিফুলকে কেন পুলিশ ধরেনা? আমরা আরিফুলের গ্রেফতার ও বিচার চাই। আরিফুল গিরগিটির মত রং বদলায়ে থাকে। তার কারনে আমরা বারবার নাজেহাল ও প্রতারিত হচ্ছি। ডিসিআর করে দেওয়ার কথা বলে টাকা নিলেও না ডিসিআর দিয়েছে, না টাকা ফেরৎ দিচ্ছে। বহু মানুষের কাছ থেকে পানির ট্যাংকি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিলেও কেউ ট্যাংকি পায়নি। আমরা তার বিচার চাই, গ্রেফতার চাই।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.