আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা'র যোগদান। রবিবার সকালে তিনি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
জানাগেছে, ডাঃ মিজানুল হক বদলী জনিত কারনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাওয়ায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএ পদ শূণ্য হয়ে যায়। তদন্তস্থলে ডাঃ উম্মে ফারহানাকে বদলী করায় তিনি আশাশুনিতে যোগদান করলেন।
তিনি এর আগে চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে আরএমও হিসাবে কর্মরত ছিলেন। যোগদানকালে আশাশুনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ নাহিয়ান হাবিব, ডাঃ মোঃ শহিদুল্লাহ, ডাঃ আশিকুর রহমান, ডাঃ নাইম হোসেন নয়ন, প্রধান সহকারি জি এম জাহাঙ্গীর আলম, ইপিআই শংকর কুমার মল্লিক, সরকারি স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত এস এম মুক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ডাঃ উম্মে ফারহানা যোগদানের পর প্রথম কর্ম দিবসে তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের সুপারভাইজারদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে ভিটামিন এ+ ক্যাম্পেইনের হোম সার্সিং এর বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এছাড়া একই সাথে তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.