আশাশুনিতে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ। রবিবার বিকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। তিনি ৩৮ তম বিসিএস ক্যাডার। এর আগে তিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় কর্মরত ছিলেন।
নবাগত এসিল্যান্ড ফয়সাল আহমেদ এর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় চিকিৎসা জনিত কারণে বিদেশ থাকায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের (অতিরিক্ত) দায়িত্ব পালন করছেন।
আশাশুনিতে দীর্ঘদিন এসিল্যান্ডের পদ শূন্য থাকায় অফিসের কাজে চরম ভোগান্তিতে ছিল সাধারণ মানুষ। এসিল্যান্ড যোগদান করায় সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যোগদান কাল এসিল্যান্ড অফিসের কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.