প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৪, ৪:২০ পি.এম
আশাশুনিতে পুলিশ ও ডিবির অভিযানে ১০ আসামী আটক
আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামীসহ নিয়মিত মামলার সর্বমোট ১০ আসামীকে আট করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ রহিম, এসআই ইমরান হোসেন, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই আঃ সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর পরোয়ানা-৮৩০/২২ এর আসামী বৈকরঝুটি গ্রামের আঃ আজিজ গাজীর ছেলে আরিফুল ইসলাম।
নিয়মিত মামলা নং-৪(৫)২৪ এর আসামী তেঁতুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ সবুর গাজী (৪৯)। নিয়মিত মামলা নং-১০(৫)২৪ এর আসামী মধ্যম চাপড়া গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মইনুর ইসলাম সরদার (৪৭), নিয়মিত মামলা নং-১৫(৫)২৪। ১৬(৫)২৪, ১৭(৫)২৪ এর আসামী পিরোজপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে মোঃ কুদ্দুস সরদার (৫৫), খালিয়া গ্রামের মৃত তছির উদ্দীন সানার ছেলে মোঃ অদুত সানা (৪৫), নিয়মিত মামলা নং-২১(৫)২৪ এর আসামী কালিকাপুর গ্রামের মোঃ ইসহাক সরদারের ছেলে মোঃ রুবেল সরদার (৩২), মোঃ মুনছুর গাজীর ছেলে মোঃ আছাফুর গাজী (২৮), মোঃ শামছুর গাজীর ছেলে মোঃ সোহরাব গাজী (৫৮), নিয়মিত মামলা নং-২২(৫)২৪ এর আসামী কচুয়া গ্রামের মোঃ মাছুম সরদারের ছেলে মোঃ ছট্টু সরদার (২৮) ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করেন।
নিয়মিত মামলা নং-২৩(৫)২৪ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যা (৫১)কে গোয়ালডাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ আটক করেন। আটককৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.