আশাশুনি উপজেলার বড়দলে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লাল্টু মিস্ত্রী (৪০)। তার পিতার নাম ভোলানাথ মিস্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতা সাঈদ মোড়ল সূত্রে জানাগেছে, শনিবার সকালে বজ্রবৃষ্টি শুরু হলে প্রতিবেশীর বাড়িতে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। লাল্টু মিস্ত্রী বাড়িতে ফিরে বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় মাল্টিপ্লাগ থেকে টিভি প্লাগ বিচ্ছিন্ন করতে যায়। এসময় শর্ট সার্কিটে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয় চিকিৎসক মনোহর চন্দ্র মন্ডলেরর কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.