আশাশুনিতে শীর্ষ চাঁদাবাজ ও জবর দখলকারী দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামী শ্রীউলা গ্রামের মোঃ সালাম সরদারের ছেলে মহাসিন (৩৫) সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনিতে কর্মরত ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে আটক করেন।
আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ব্যবহারিত মোবাইল ফোন ছাড়াও ১৩টি অতিরিক্ত বিভিন্ন কোম্পানির সিম, ১টি স্মার্ট ফোন, ১টি ফয়েল পেপার, ২টি গ্যাস লাইট, ১টি টর্চ লাইট, ১টি হাসু দা, ১টি শাবল ও ১টি খুনতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণের জন্য থানায় হস্তান্তর করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.