আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যা-দুর্গত মানুষের জন্য চিকিৎসা সেবা বাড়ানোর লক্ষ্যে ইমার্জেন্সি মেডিসিন ও ওয়াটার পিউরিফায়ার হস্তান্তর করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মেডিসিন হস্তান্তর করা হয়।
আমেরিকার্স ফাউন্ডেশনের সহযোগিতায় দেবহাটা আশার আলো এনজিও এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঔষধ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমেরিকান ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, হেলথ ইন্সপেক্টর আবু মুছা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রতাপনগর ইউনিয়নের চাকলা কমিউনিটি ক্লিনিক, কুড়িকাহুনিয়া কমিউনিটি ক্লিনিক ও হিজলিয়া কমিউনিটি ক্লিনিক এর জন্য ২৩ প্রকারের প্রচুর পরিমাণ ঔষধ বিনামূল্যে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। ঔষধ গুলো নির্বাহী অফিসারের নিকট থেকে গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.