প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৩:১৮ পি.এম
আশাশুনি প্রেসকস্নাবে সাংবাদিকদের সাথে সহকারী কমিশনারের মতবিনিময়
আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় আশাশুনি পেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড অফিসের নাজির কাম হিসাব সহকারী শাহিন আলম ও ভিপি সহকারী মোস্তাফিজুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিন আশাশুনিতে এসিল্যান্ড না থাকায় অফিসিয়াল অনেক জটিলতার সৃষ্টি হয়েছিলো। যে কারণে উপজেলার সাধারণ ভূমি মালিকগন চরম ভোগান্তির শিকার হয়েছেন বলে আমি জেনেছি। আমি এ উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিস পরিচালনা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আশাশুনি উপজেলা ভূমি অফিস ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। কোন ভূমি মালিকগন কোন ভাবেই যাতে ভূমি অফিসে হয়রানির শিকার না হয় সেদিকে তিনি কঠোর নজরদারী রেখেছেন বলে সাংবাদিকদের জানান।
মত বিনিময় সভায় সাংবাদিকের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, প্রেসক্লাব সহসভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান আশিক, দপ্তর সম্পাদক শেখ বাদশা। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য জগদীশ চন্দ্র সানা, মুকুল শিকারী, আরাফাত হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.