ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিনধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে অপহরণে একমাস ৮ দিন পরে দুই আসামীসহ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। মামলা সুত্রে জানা যায় গত ৪ জানুয়ারী কলেজে যাবার পথে উপজেলার গাবগাছিয়া গ্রামের দেলোয়া হোসেনের কলেজ পরুয়া
কন্য কায়নাত (১৭)কে উপজেলার ভবানীপুর গ্রামের আলী হায়দার
সর্দারের ছেলে আবুল কালাম ও আবুল বাশার সর্দার অপহরন করে নিয়ে
যায়। এই ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে ইন্দুরকানী থানায় একটি
অপহরণ মামলা দায়ের করেন মামলা নং ১ ইন্দুরকানী থানা। গত কাল
ইন্দুরকানী থানা পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল
পুলিশ গোপন সংবাদের ভিতিত্বে খুলনার স্টেডিয়াম এলাকা থেকে
অপহরনকারি দুই আসামী ও অপহৃত কলেজ শীক্ষার্থীকে আটক করে
ইন্দুরকানী থানায় নিয়ে আসা হয়।
এই বিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ কামরুজ্জামান
তালুকদার বলেন মামলার সুত্র ধরে কলেজ শীক্ষার্থীকে অপহরকারি
আসামীদের খুলনা শহর থেকে আটক করা হয় ১২ মার্চ সকালে অপহৃত
কলেজ ছাত্রী সহ দুই আসামীদের পিরোজপুর আদালতে পাঠানো হয়।
কলেজ ছাত্রীকে তার মায়ের জিম্মায় দিয়ে মাননীয় আদালত আসামীদের
জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.