ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকল কার্যক্রম সম্পন্ন করার পর প্রার্থীরা সোমবার উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলামের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জিয়াউল অহসান গাজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ইমরান। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.