প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৪, ১১:০৫ এ.এম
একজন কিডনি রোগীকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধ: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু টাকার জন্য চিকিৎসার অভাবে একটি তরতাজা প্রান আজ দুনিয়ার মায়া ছেড়ে যাওয়ার পথে। পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের হত দরিদ্র জাইদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী জামিলা বেগম। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দীর্ঘ দিন খুলনা মেডিকেল, আদদ্বীন হাসপাতাল সর্বশেষ ঢাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন অতিদ্রুত তার একটি কিডনি স্থাপন করতে হবে।তা না হলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না।কিডনি স্থাপন করতে প্রায় পনের লক্ষ টাকার মত খরচ হবে বলে চিকিৎসকরা জানান।কিন্ত দরিদ্র জাইদুল তার সহায় সম্বল যা কিছু ছিল সব বিক্রি করে ও বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করে স্ত্রীর দীর্ঘ দিন চিকিৎসা করিয়ে আজ নিঃস্ব হয়ে স্ত্রীকে বাচাঁনোর জন্য দেশের দানবীর,দাতা সংস্থা,বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি একটি (বি +)কিডনি দান করেন তাহলে অকালে চলে যাবেনা একটি তরতাজা প্রান। সাহায্য পাঠাতে পারেন, মোছাঃ জামিলা বেগম,অগ্রণী ব্যাংক লিঃ,বাঁকা বাজার শাখা,খুলনা।একাউন্ট নং০২০০০০৬৮৮৭৪১৬,অথবা রুগীর মোবাইল নং নগত ০১৯৮২-৯৭১৪০৪,বিকাশ রুগীর ভাই ০১৭১২-০৯৫২৬৮।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.