আইটি: গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর থেকে একে একে চমক দেখিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। এই চমকের সারিতে নতুন চমক হলো— তিনি নিজস্ব একটি ভিডিও স্ট্রিমিং পরিষেবা আনতে যাচ্ছেন। স¤প্রতি স্যামমোবাইলের সূত্রে এটি জানা গেছে। খুব শিগগিরই ফিচারটি আসছে বলে জানিয়েছেন মাস্ক। এনগেজেট জানায়, এক্স একটি ডেডিকেটেড অ্যাপ আনতে যাচ্ছে— যার মাধ্যমে সরাসরি স্যামসাং ও অ্যামাজনের ফায়ার টিভিতে এক্স’র লং ফর্ম ভিডিও দেখা যাবে। মাস্ক বলেন, এক্স খুব দ্রæত ‘ভিডিও-ফার্স্ট’ প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে। একইসঙ্গে মাস্ক আরও দাবি করেন, ১০ ভাগের ৮ ভাগই এখন এক্স’র ভিডিও দেখছে। কিন্তু স¤প্রতি একটি রিপোর্ট এক্স’র জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। সেখানে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর এক্স সাইটের ব্যবহার কমেছে ৩০ শতাংশ। যদিও সামনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের নতুন পরিকল্পনা নিয়ে চলেছে সোশ্যাল মিডিয়াটি। গত ফেব্রæয়ারিতে এক্স ঘোঘণা দেয়— তারা এমন একটি টুল আনতে যাচ্ছে যার মাধ্যমে বিজ্ঞাপনদাতারা শুধু প্রিমিয়াম কনটেন্ট ক্রিয়েটরদের তালিকা অনুযায়ী বিজ্ঞাপন দিতে পারবেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.