আওয়ামী লীগের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘুমে থাকতো আর ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে কাজ করতো৷ কিন্তু এতো চোর-বাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেন জানতে চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন।
ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, আওয়ামী লীগের আমলে ‘দুদক’ ঘুমে থাকতো আর ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে কাজ করতো ৷ কিন্তু এতো চোর-বাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেনো? নাকি ধমনীতে আওয়ামী রক্ত প্রবাহমান?
তার ওই পোস্টে মাহমুদুল হক জালীস নামে একজন কমেন্টে করেন, ফ্যাসিস্টদের দোসরদের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? নতুন করে এসব সেক্টরে সৎ এবং যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক। এতে করে দেশের বেকারত্ব দূর হবে।
আরেকজন কমেন্টে লিখেছেন, সরকার যেই গঠন করুক আমাদের কোনো আপত্তি নাই, আওয়ামী লীগ শাসিত সরকার যেন পুনরাবৃত্তি না হয় এটাই আমাদের চাওয়া।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.