নানা সমস্যায় জর্জরিত খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের উন্নয়নে রাস্তা, ড্রেনেজ এবং চান্নি সংস্কারের উদ্যোগ নিয়েছে গড়ইখালী ইউনিয়ন পরিষদ। এ ব্যাপারে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর আবেদন করেছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু।
এদিকে সোমবার দুপুরে প্রস্তাবিত প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট প্রতিনিধি আবু ইসহাক। উল্লেখ্য উপজেলার ঐতিহ্যবাহী হাট বাজার গুলোর মধ্যে গড়ইখালী হাট অন্যতম। বৃহৎ এলাকা নিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকার অন্যতম বৃহৎ হাট গড়ইখালী। প্রতি সপ্তাহের সোমবার হাটের জন্য নির্ধারণ করা নির্দিষ্ট দিন। এদিন গড়ইখালী সহ আশে পাশের ইউনিয়ন এবং উপজেলার হাজার হাজার এ হাটে আসেন প্রয়োজনীয় জিনিস কেনা-বেচা করতে। কিন্তু অবকাঠামো গত নানা সমস্যার কারণে হাটের দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে বসেছে। এ কারণে হাটের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদ। পরিষদ থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য সাইক্লোন শেল্টারের সামনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাছের চান্নি সংস্কার এবং মাইন সানার দোকানের সামনে থেকে কষ্ঠুর সমিল পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত এসব প্রকল্প বাস্তবায়ন হলে হাট ব্যবস্থাপনার উন্নয়ন সহ সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে প্রকল্প স্থান পরিদর্শন করে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু।
এসময় প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরত চন্দ্র মন্ডল সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.