কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ২৪ দেশের ৩৪ ক‚টনীতিক। বুধবার সকালে ক‚টনীতিকদের গাড়িবহর রামু রাংকুট বনাশ্রম বিহারে পৌঁছালে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরসহ স্থানীয় বৌদ্ধ স¤প্রদায়ের বিশিষ্টজনরা। এ সময় ক‚টনীতিকদের এই প্রতিনিধি দলটি স¤্রাট আশোক কর্তৃক প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধের মূর্তিসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। এর আগে গত মঙ্গলবার বিকেলে ট্রেনযোগে কক্সবাজার আসে দলটি। অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন ক‚টনীতিক এই সফরে অংশ নেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.