প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৪, ১২:৫৩ পি.এম
কপোতাক্ষ নদীর পাড় থেকে যুবকের অর্ধ গ লিত লা শ উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ। তাৎক্ষনিকভাবে লাশের নাম পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, লাশের পাশ থেকে দু'টি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় মেলেনি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.