সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের করার সময় বাল্কগেটসহ দুইজনকে আটক করেছে নৌ পুলিশ আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার ঘোলা এলাকার ইউনুস শেখ এর ছেলে ওয়াছকুরুনি ওমনিরুল, বৃহস্পতিবার (২৮আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজন কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে পনেরদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালে সহকারী কমিশনার ভূমি বলেন অবৈধভাবে নদী থেকে বালু উত্তলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এ এক লক্ষ টাকা জরিমানা করা হয়ছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী, নৌ থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলন করা কালে দুই ব্যক্তিসহ বালু উত্তলোন করা বাল্কগেট জব্দ করা হয়। তিনি আরো বলেন, কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর ক্ষতি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.