বিদেশ : হংকংয়ে রানওয়েতে বিমানের ধাক্কায় বিমানবন্দরের এক কর্মীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। নিহত ব্যক্তির নাম জানা না গেলেও তিনি জর্ডানের নাগরিক বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একটি টো ট্রাকে করে টানা হচ্ছিল বিমানটিকে। তখন হঠাৎ করে ট্রাক থেকে বিমানের চাকার নিচে পড়ে যান ওই কর্মী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে দুর্ঘটনার সময় যে ব্যক্তি টো ট্রাকটি চালাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ, তিনি ওই সময় ট্রাকটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন বলে জানা গেছে। অভিযোগ, তার বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণেই যাত্রীর আসনে বসা ওই কর্মী ছিটকে পড়েন। বিমানবন্দরের জরুরি পরিষেবার কর্মীরা তাকে অচেতন অবস্থায় পান। সেসময় তার দেহে গুরুতর জখম ছিল। পরবর্তীতে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, 'সন্দেহ করা হচ্ছে ওই কর্মচারী যখন টো ট্রাকটিতে কাজ করছিলেন তখন তার সিটবেল্ট আলগা ছিল।' তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চায়না এয়ারক্রাফট সার্ভিস কর্তৃপক্ষ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.