প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ১২:১৪ পি.এম
কলারোয়ায় সড়ক দু র্ঘ ট নায় এক ট্রলি চালক নি হ ত
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় শাওন হোসেন (১৮) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রলি চালকের হেলপার রাজু। নিহত শাওন যশোরের বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও আহত হেলপার রাজু পশ্চিম কোটা গ্রামের হবিবর রহমান হবির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়-শনিবার (২৪মে) সকাল ৯টার দিকে বাগআঁচড়া থেকে শাওন একটি নতুন ট্রলি নিয়ে সাতক্ষীরার দিকে যাওর পথে কলারোয়া পৌর সদরের পল্পাী বিদ্যুৎ এর পারহাউজের কাছে পৌছালে পিছন দিক থেকে দ্রত গতির একটি ট্রাক নং-যশোর-ট-১১-০৮০৯ তাকে ধাক্কা দিয়ে রোড থেকে বিলের মধ্যে ফেলে দেয়।
এসময় ট্রলি চালক ও ট্রলির হেলপার গুরুত্বর জখম প্রাপ্ত হয়। সাথে সাথে পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল নেয়ার পথে শাওন মারা যায়। আর আহত ট্রলির হেলপার রাজুকে নিয়ে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থানে পৌছায়ে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান--সড়ক দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ সাতক্ষীরা মেডিকেল আছে। ট্রাক চালককে আটক করা যায়নি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.