সিনিয়র একজন মানুষ, বড় মাপের একজন মানুষ, জনসেবায় যার লক্ষ। শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক ভাবেও যার পদচারণা রয়েছে। সেই প্রিয় নেতা কাজী সালিমুল হক কামাল ভাইয়ের মায়ের নামে কলেজে আমাকে সভাপতি বানিয়েছেন।
আমি চেষ্টা করবো যতটা আধুনিক করা যায়, একটা প্রতিষ্ঠানকে যতটা উন্নতি করা যায়, কাজী সালিমা হক মহিলা কলেজকে বেস্ট কলেজ করার ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি- কলেজ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী সাধারণ সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে বা বিভিন্ন ভার্সিটিতে বেশি চান্স পায় এই এলাকার ছেলে মেয়ে। অন্যান্য অঞ্চল থেকে আমাদের এলাকার ছেলে মেয়ে অত্যান্ত মেধাবী। আমি যখন আমিনুর রহমান কলেজে ছিলাম তখনো দেখেছি এদের কতটা মেধা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর উপস্থাপনায় নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য দেন- শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুজ্জামান, মোঃ শাহিনুল ইসলাম, সেলিনা আখতার আলম, ম্যানিজিং কমিটির সদস্য ওলিয়ার রহমান, এ্যাড. আনোয়ার জাহিদ, সহকারী অধ্যাপক আরিফুজ্জামান রিংকু ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.