সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) প্রদীপ রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জগবাড়িয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার কৃষ্ণনগর ইউপির নেংগী গ্রামের দুলাল সরদারের ছেলে ইন্দ্রজিৎ সরদার (২৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, আটক ইন্দ্রজিৎ সরদারের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালিগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১৩। শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.