সাতক্ষীরার তালায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা শাখা।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
ইসলামী ছাত্রশিবির তালা শাখার সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শহীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক।
প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রহিম, গালিব আব্দুল্লাহ, তালা সরকারি কলেজের প্রভাষক মো. হাদিউজ্জামান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, শহর শাখার সেক্রেটারি মো. খোরশেদ আলম, মাও. কবিরুল ইসলাম ও তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হক।
অনুষ্ঠানে তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, সরকারি কলেজের অধ্যাপক আবু হাসানসহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.