মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুর আমিন ভাসান শেখকে জনসম্মুখে বিদ্যুৎ ঋষি নামের এক চর্মকার কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলাকারীর বিচারের দাবীতে সোমবার (৩০ জুন) বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভাসান উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের মোহন শেখের ছেলে এবং হামলাকারী বিদ্যুৎ গণেশ ঋষির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯ জুন) সন্ধ্যায় মহম্মদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নুর আমিন ভাসান (৩০) এর উপর বিদ্যুৎ ঋষি নামের এক চর্মকার হামলা চালায়। হামলার সময় ভাসানকে চামড়া কাটার বাটাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা ভাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীর দ্রুত বিচারের দাবিতে উপজেলা কৃষক দল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
মিছিলে কৃষক দল, যুবদল, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আহাদ চত্বরে এসে সমাবেশে যোগ দেয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.