মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অংশ নেন মহম্মদপুর ফুটবল একাদশ বনাম যশোর জামান ট্রেডার্স ফুটবল একাদশ।
সোমবার (২৮ জুলাই) বিকালে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। গোল শূন্য ভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে যশোর জামান ট্রেডার্স ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মহম্মদপুর ফুটবল একাদশ।
যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ড. আলী আফজাল ফাউন্ডেশন এই আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
যার কন্ঠে হাজার হাজার দর্শক আর দুই টিমের খেলোয়াড়েরা উৎসাহিত হয়ে থাকে, সেই জনপ্রিয় ধারাভাষ্যকার রফিকুল ইসলাম খোকনের উপস্থাপনায় এ খেলাই উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী, কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান নান্নু, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তারা, কৃতি ফুটবলার, শিক্ষক নাইমুল হুদা, ও আয়োজক কমিটির অন্যতম সদস্য মেহেদী হাসান সবুজ প্রমূখ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.