ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃকেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ নেতা মাহতাব উদ্দিন হাওলাদার(৪৭)আর
নেই ইন্নাল্লিলাহি,,,,,,,,,,রাজেউন। গতকাল রাত ১১ টায় ঢাকার স্কায়ার
হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মুত্যুকালে
স্ত্রী, পাচ ভাই দুই বোন সহ অসংখ্য আত্মিয় স্বজন রেখেগেছেন।
উলেথ্য মাহতাব উদ্দি হাওলাদরের কোন সন্তান ছিল না। তিনি
কেন্দ্রীয় সেচ্চাসেবক লীগের সহ সভাপতি ছিলেন । তার গ্রামের
বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় চাড়াখালী গ্রামে। তার
মৃত্যুর খবর এলাকায় ছরিয়ে পরলে শতশত মানুষ ছুটে আসেন তাকে
এক নজর দেখার জন্য।
১৪ মার্চ বৃহষ্পতিবার দুপুরে জোহর নামাজ বাদ উপজেলার কেন্দ্রীয়
জামে মসজিদে জানাযা শেষে তার বাসস্থল বারিশালে নিয়ে যাওয়া হয়।
গত কাল ১৩ মার্চ ইফতারের পরে হঠাৎ অসুস্থ হয়ে পরলে ঢাকার স্কায়ার
হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়
রাত অনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় মারা যান।
তারমৃত্যুতে গভির শোক জানিয়েছেন আওয়ামীলীগের
জাতীয়,কেন্দ্রীয়, স্থানীয় পর্যায় নেতৃবিন্দসহ উপজেলার বিভিন্ন
রাজনৈতিক সামাজিক সংগঠনর নেতৃ বৃন্দ।।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.