সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পের প্রস্তুতি সভা ১৩ অক্টোবর সোমবার চক্ষুশিবির ক্যাম্প পরিচালক আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাইটসেভার্স এর সার্বিক সহযোগিতায় ব্রাক কর্মকর্তা মাহবুবুর রহমানের উপস্থিতে অনুষ্টিত হয়েছে।
আত্মমানবতার সেবার নিয়োজিত কোমরপুর মানব কল্যান সংগঠন এবং খুলনা বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতালের যৌথ উদ্দ্যেগে গরীব, অসহায়, দুস্থ ও বিভিন্ন ভাতা ভোগীদের সম্পুর্ন বিনামূল্যে আগামী ২২অক্টোবর ২০২৫, রোজ- বুধবার, সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কোমরপুর ফুটবল মাঠে সেবা প্রদান করা হবে।
এখানে ছয়শত টাকার বিনিময়ে চোখের ছানি অপারেশন করা হবে। তবে যে সমস্ত ছানিপড়া রোগীদের বয়ষ্ক/ বিধবা ভাতার কার্ড আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে।
চোখে ছানিপড়া রোগীদের বাছাই করে ঐদিনই শিরোমণি চক্ষু হাসপাতালের নিয়ে যাওয়া হবে।
মাত্র ৫০ টাকার বিনিময়ে উন্নতমানের কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা করে প্রেসক্রিপশান দেয়া হবে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহবুবুব রহমান খাঁ, মাহতাবউদ্দিন প্রি ক্যাডেট মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম, ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুরের প্রধান শিক্ষক আব্দুল হাইসহ আরো উপস্থিত ছিলেন কোমরপুর যুব সংঘের সভাপতি মো: সায়ফুল্লাহ, সাধারণ সম্পাদক মো সাদ্দাম হোসেন, দৈনিক সাতক্ষীরার সকালের বিশেষ প্রতিনিধি শামীম রেজা, আল. সাইদুজ্জামান, ফারুক হোসাইনসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে আগত ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন কোমরপুর মানব কল্যান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.