সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্যাপুর গ্রামের পূর্ব পাড়ার লাল্টু সরদারের বড় ছেলে মোঃ মোস্তাকিম হোসেন(৮) দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে প্রহর গুনছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। এখনো পর্যন্ত তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
এমতাবস্থায় ফয়জুল্যাপুর গ্রামের একঝাঁক কলেজ পড়ুয়াসহ তরুণদের নিয়ে সদ্য গঠিত ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা স্ব প্রণোদিত হয়ে তাদের সাধ্যমত কিছু নগদ টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দিয়ে তারা মহানুভবতার পরিচয় দিয়েছে।
গ্রামের অধিকাংশ বেকার থাকা এসব যুবকেরা অতি সম্প্রতি একগুচ্ছ সোনালী স্বপ্ন নিয়ে ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাব গঠন করেছে।ইতোমধ্যে ক্লাবের সদস্যরা স্কুলের আশেপাশে দীর্ঘদিন জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন গ্রাম গঠন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।
গ্রামবাসীরা ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের সোনালী স্বপ্ন বুননের কাজ দেখে তাদের মধ্যে আশার আলো দেখছে শুরু করেছে। তাদের হাত ধরে আমাদের প্রিয় গ্রামটি একদিন আদর্শ গ্রামের প্রতিচ্ছবি হিসেবে দেখতে শুরু করেছে।
২০ সেপ্টেম্বর শনিবার ক্যানসার আক্রান্ত শিশুটির বাড়িতে গিয়ে তাদের সামার্থ্য না থাকা স্বত্বেও প্রত্যেকেই স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে আর্থিক সাহায্য প্রদান করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
এসময় ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো: মোস্তাকিম সরদার,সহ-সভাপতি মো: নাজমুল হাসান বকুল, সাধারণ সম্পাদক মো: আবু উবাইদা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেল হোসেন রাহি, অর্থ সম্পাদক মো: রাসেল ইসলামসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.