খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে (প্রচারণার সময় শুরু না হলেও তাদের পক্ষে কর্মী-সমর্থকরা লিফলেট বিলি করেছে, সেই ছবি ফেসবুক থেকে পরিলক্ষিত হবার প্রেক্ষিতে) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির দুই প্রার্থীকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অধীন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ এবং বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. মনিরুল হাসান বাপ্পী।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট দুই প্রার্থী নির্ধারিত সময়ের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ বিধির লঙ্ঘন।
জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ:
নোটিশ অনুযায়ী, জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণামূলক পোস্ট প্রকাশ করেন। বিষয়টি উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতিবেদনের মাধ্যমে নির্বাচন কমিশনের নজরে আসে।
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ:
অপরদিকে, বিএনপি প্রার্থী এস. এম. মনিরুল হাসান বাপ্পীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ১২ জানুয়ারি ফেসবুকে নির্বাচনী প্রচারণামূলক পোস্ট দেন। প্রাথমিক অনুসন্ধানে সেটিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন কমিশন উভয় ক্ষেত্রেই The Representation of the People Order, 1972-এর Article 91A অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
হাজিরার নির্দেশ
নোটিশে দুই প্রার্থীকে আগামী ১৮ জানুয়ারি সকাল ১১টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2026 www.digantapratidin.com. All rights reserved.