শ্যামনগর সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও কার্গ দিয়ে নদী থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) সকালে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে নীলডুমুর (১৭) (ব্যাটেলিয়ান) বিজিবির ম্যাধমে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন ও কার্গো আটক করা হয়। আটকৃত ব্যক্তির নাম গোলাম রসুল মোড়ল সে খুলনা পাইকগাছা উপজেলার বাসিন্দা।
বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের করায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এমন কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.