আইটি: গুগল সাইন ইনের মাধ্যমে গুগল সার্ভিস পাওয়া সহজ হয়েছে আগের তুলনায়। তবে স¤প্রতি কোম্পানিটি জানিয়েছে তারা গুগলের সাইন ইন মেনুতে বড়সড় পরিবর্তন আনতে হয়েছে। মূলত সাইন ইন মেনুটিকে আরও মডার্ন ও ¯িøক করার দিকেই তাদের মনোযোগ বেশি। গুগল ইতোমধ্যে তাদের নতুন পরিবর্তনের ব্যানারটি প্রচার করতে শুরু করেছে। ফলে ব্যবহারকারীরা যাতে নতুন আপডেটে ভিমড়ি না খান। গুগলের সাইন ইন একটি গুরুত্বপূর্ণ ফিচার। নতুন অ্যাকাউন্ট তৈরি আর বারবার লগিন দেওয়ার ক্লান্তিকর অভিজ্ঞতা সামাল দিতে হলে এর বিকল্প নেই। সাইন ইন প্রক্রিয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডেই তা করে নেওয়া যায়। প্লাটফর্মের সঙ্গে ছবি বা অন্যান্য প্রেফারেন্স গুগলই এই সার্ভিসে সরবরাহ করে। বর্তমানে সাইন ইন মেনু একটু আউটডেটেড বলে মনে হচ্ছে। গুগল মূলত নতুন ডিজাইন আনতে যাচ্ছে। একদম ওপরে পাসকির মাধ্যমে লগিনের সুযোগও দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.