বিএনপির অন্যতম অঙ্গসংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার পদ হারানোর খবরে সয়লাব।
শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারের ফুল দেয় ছাত্রদল। সেখানে দেখা যায়নি রাকিবকে। এরপর থেকে তার পদ হারানোর গুঞ্জন আরও জোরালো হয়েছে।
যদিও এসব খবরকে ‘প্রোপাগাণ্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির।
সকালে জিয়াউর রহমানের মাজারের ফুল দেওয়ার সময় রাকিবের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘রাকিব ভাই অসুস্থ। তিনি ঠান্ডা জ্বরে ভুগছেন। সেজন্য বিশ্রামে আছেন। এর বাহিরে আর কিছু নয়। বাকিসব প্রোপাগাণ্ডা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের ব্যাপারে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ওগুলো শতভাগ ভুয়া তথ্য।’
এদিকে, যার পদ হারানো নিয়ে এত কানাঘুষা এবং আলোচনা- সেই রাকিবুল ইসলাম রাকিব এখনো এ নিয়ে মুখ খোলেননি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.