প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৪, ১২:০২ পি.এম
ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা হল না সেনা সদস্যের
সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৩জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আফজাল হোসেন পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। সে বান্দরবন জেলা সদরে সেনা ক্যান্টমেন্টে সৈনিক পদে কর্মরত ছিল বলে জানা গেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল ঈদের ছুটিতে বাড়ি গ্রামে বাড়িতে বেড়াতে আসে। আজই তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে নিজের ঘরে ফ্যান চালাতে যায় সে।ওই সময় সে অসাবধান বসত সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.