মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের এ্যাকাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহ, সহকারি প্রোগ্রামার ত্রিদীপ সরকার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর মোরেলগঞ্জ-শরণখোলা এরিয়া প্রধান মো. মহসিন হোসাইন, এজিএম আলী আক্কাস, শাখা ম্যানেজার রোকনুজ্জামান মুকুল ও শচীন কুমার হালদার।
অর্থ মন্ত্রনালয়ের আর্তিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.