বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঋষিপাড়া পুকুরপাড় রাস্তার সংস্কারের কাজের শুরু করা হয়েছে। ইউনিয়ন জামাতের আমির মাওলানা মেহেদী হাসানের নেতৃত্বে জামাত শিবিরের কর্মীদের নিয়ে রাস্তার সংস্কার শুরু করেন।
ঋষিপাড়া গ্রামের কয়েকজন জানান, বরাবরই আমাদের পাড়া অবহেলিত থাকে। ইতিপূর্বে উক্ত রাস্তার বিষয়টি নিয়ে কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলা সত্ত্বেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি। জামায়াত নেতা-কর্মীদের এমন উদ্যোগে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, আব্দুল খালেক, সেলিম রেজা, প্রভাষক জাহিদ হাসান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ইবাদুল ইসলাম, মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, বিবিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন, মোঃ শহীদুল্লাহ প্রমুখ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.