শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে ৪০ লাখ শ্রমিককে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য দেওয়া হবে। একইসঙ্গে তিনি জানান, শ্রমঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে। শ্রমিকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রমিকদের এসব সুবিধার কথা জানান তিনি।
শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। শ্রমিকদের ১৮ দফার সমাধান আমরা দিয়েছি। যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদের আইনের আওতায় আনা হবে।
আসিফ মাহমুদ শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্প গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সব শিল্প কারখানাকে শ্রমিককল্যাণ তহবিলের আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদের সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে শ্রম সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের সুখবর দিতে চাই আমরা। তাদের ১৮ দফার মধ্যে একটি বিশেষ দফা ছিল রেশনের বিষয়। তা নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, টিসিবির আওতায় এক কোটি পরিবারের মধ্যে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় আমরা কার্যক্রম বাড়াব। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা উপস্থিত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আমরা ৪০ লাখ শ্রমিককে পর্যায়ক্রমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেব।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.