গুমের মামলায় ট্রাইব্যুনালের চার্জশিটে ২৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা–সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এই সেনা কর্মকর্তা জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনো ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। নাম আছে ২৫ জনের। এদের মধ্যে ৯ জন অবসরে। এলপিআর-এ একজন। চাকরিতে আছে এমন ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে।
তিনি বলেন, এর মধ্যে মেজর জেনারেল কবির কোথায় আছে, তার খোঁজ মিলছে না। সে বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন বলে গণ্য হবেন।
হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে সিদ্ধান্ত হবে।
ব্রিফিংয়ে বাহিনী জানায়, যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভুতিশীল সেনাবাহিনী।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.