পাটকেলঘাটায় ডিবি পরিচয়ে অভিনব কায়দায় ইজি বাইক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তঅেভাগী আহসান আলী সরদার।
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে পাটকেলঘাটা ওভারব্রীজ ইজিবাইক স্ট্যান্ড থেকে মিঠাবাড়ী গ্রামের শওকত আলীর পুত্র ইজিবাইক চালক আহসান আলী সরদারের ইজিবাইকটি ফ্রিজ কিনতে শো রুমে আসবে বলে অজ্ঞাত নামা দুই ব্যক্তি ডিবি পরিচয়ে ভাড়া করে।
এরপর বাজারের বিভিন্ন ফ্রিজের দোকান ঘুরে ডিবি পরিচয় দানকারী এক ব্যক্তি থেকে যায় শোরুম রোডে। অপরজন ইজিবাইক নিয়ে পল্লী বিদ্যুৎ এর সামনের মেইন সড়কে চলে যায়। কিছুক্ষন পরে যে ব্যক্তি পল্লী বিদ্যুৎ রোডের ইলেকট্রনিক গলিতে ছিল তার থেকে হাতের হ্যান্ডকাপ ও ৪০ হাজার টাকা নিয়ে আসতে বলে ইজিবাইকে থাকা আরেক ডিবি পরিচয় দানকারী ব্যক্তি।
[caption id="attachment_10998" align="aligncenter" width="345"]
চুরি সংগঠিত হওয়া ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন[/caption]
ইজিবাইক চালক পল্লী বিদ্যুৎ সমিতির গেটের পাশে ইজিবাইক রেখে অপর ব্যক্তিতে খুঁজে না ফিতে আসে। এসে দেখে তার ইজিবাইক নেই, সাথে ডিবি পরিচয় দানকারী লোকটিও নেই।
পরবর্তিতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ইজিবাইকের কোন সন্ধ্যান না পেয়ে ভুক্তিভোগী আহসান আলী সরদার পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এছাড়া মিমিস্টার শো রুমের সিসি টিভি ফুটেজে চুরি হওয়া ইজিবাইক ও ডিবি পরিচয় দানকারী দু’ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।
এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা যায়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.