ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয় রবিবার সকালে। সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাধীনতা চত্বওে এ মেলার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, প্রকল্প উপস্থাপন করেন কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্প পরিচালক ক্লাইমেন্ট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবাযু পরিবর্তন অভিযোজন প্রকল্প।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কুমার বিশ্বাস, কৃষক নিউটন মন্ডল, প্রমুখ। এর আগে এ বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয় এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। স্মার্ট কৃষি প্রযুুক্তি মেলায় ১২ টি স্টলে বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রর্দশন করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.