খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা গ্রামের বাবু খান মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। এর মধ্যে প্রাইভেট কারের চালক মোহনলাল বিশ্বাস ও অজ্ঞাত আরো ৩ জন রয়েছেন।
নিহতদের বাড়ী সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে গুরুতর শামসুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ–পরিদর্শক (এসআই) মো. পারভেজ জানান, খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা বাবু খান মোড়ে দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। খুলনা থেকে সাতক্ষীরাগামী প্রাইভেট কার যাহার নাম্বার ঢাকা মেট্রো গ ২১-৭২২১ওযাত্রী বাহী বাস যাহার নাম্বার খুলনা মেট্রো ব ১১-০২১৮খুলনাগামী যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
মো. পারভেজ আরো জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে নিয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.