সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিসেবা সপ্তাহ শুরু হচ্ছে আগামী ৮ জুন থেকে চলবে ১৪ জুন পর্যন্ত। সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।
ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করা হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমিসেবা নিশ্চিত করা হবে।
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ডুমুরিয়া সহকারী কমিশনার ভূমি অফিস, ও সকল ইউনিয়ন ভূমি অফিসের সমন্বয়ে শনিবার ৮জুন সকাল সাড়ে ১০টায় পর্যায়ে উপজেলা প্রশাসন, আয়োজনে ভূমিসেবা সপ্তাহের ২০২৪ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন।ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশিস মোমতাজ, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানোনগো জাকির হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা উপ- সহকারী ভূমি কর্মকর্তা আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, কৃষ্ণপদ দাস,মুকুন্দ কুমার সরকার , শেখ শাখায়াত হোসেন, এস এম বাবুল আক্তার, শেখ রিহান হোসেন, মোঃ আশরাফুজ্জামান, কামনাশীষ হিরা, মোঃ রাজিব হোসেন, বোরাহান উদ্দিন, কার্তিক চন্দ্র হালদার, সাইফুল্লাহ, নাসির উদ্দিন সানা, সজিব কুমার, সার্ভেয়ার মিজানুর রহমান, পৃরীতিশসহ আরো অনেকে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.