ডুমুরিয়ায় এল জি ই ডির প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম রাস্তার গুণগতমান ও টিপনা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইমারতের কাজ পরিদর্শন। তিনি ১৮ নাম্বার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় তলা ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন ও কাজের মান সম্পর্কে ঠিকাদার ও মিস্ত্রীর সাথে স্কুলের কাজের বিষয় খোঁজ খবর নেন।
তিনি পাইলিং এর লোহার খাঁচা ফিতা দিয়া মাপ দেন এবং মাপ সঠিক পান এছাড়া তিনি পাইলিং এর ব্যাপারে খোঁজখবর নেন এবং স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
ওবালিয়া খালী খাজুরা সড়কের ১৪ শত মিটার কাজ হেটে হেটে পরিদর্শন করেন ৩টি পয়েন্ট খুঁড়ে খ ও বালি চালন দিয়ে মেপে দেখেন ডুমুরিয়া উপজেলা এল জি ই ডির প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম। তিনি ২ টি স্হানে একটু খারাপ খ থাকলে তিনি কঠোর ভাবে খারাপ খ সরিয়ে ভালো খ এনে কাজ করার নির্দেশ প্রদান করেন। এসময় তার সাথে ঠিকাদার,ও সহকারী
প্রকৌশলী উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.