ডুমুরিয়া উপজেলার ৪ নম্বর খর্নিয়া ইউনিয়নের উপড়া গ্রামের মনিরুল শেখের শিশু পুত্র (৬)আব্দুল্লাহ শুক্রবার বেলা আনুমান সাড়ে ১১টায় দিকে তার প্রতিবেশী ফেরদৌস শিশুকন্যা মোড়লের(৬)সঙ্গে নিয়ে একই গ্রামের এরশাদ মোড়লের পুকুরে যায়। এক পর্যায়ে আব্দুল্লাহ পুকুরের পানিতে পড়ে যায়।
এ সময় ফাতেমা তাকে পানি থেকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। ভয়ে ফাতেমা চিৎকার করে কাঁদতে থাকে। কান্নার শব্দে প্রতিবেশী মতিয়ার বাগাতি ছুটে গিয়ে পুকুর থেকে প্রথমে ফাতেমাকে উদ্ধার করে । এরপর তার কথামতো পানির নিচ থেকে আব্দুল্লাহকে উদ্ধার করেন। অসুস্থ দুজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত্যু বলে ঘোষণা
করেন।
অপরদিকে অসুস্থ ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে মৃত আব্দুল্লাহ দাদা আলহাজ্ব শেখ হেফজুর রহমান নিশ্চিত করেন। ডুমুরিয়া থানার উপ- পরিদর্শক প্রসেনজিৎ জানান জেলা প্রশাসকের অনুমতির পর মৃতের পরিবারের কাছে দাফনের জন্য শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.